বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে বললেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছবি : সংগৃহীত
বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং টানাপোড়েনের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য আলোচনা করতে ভারত সরকারকে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, ‘জাতিসংঘের সঙ্গে আলোচনা করে ভারত সরকারকে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যবস্থা করতে হবে।’
সোমবার বিধানসভার অধিবেশনে মমতা ব্যানার্জী বলেন, ‘বর্ডার সিকিউরিটি কেন্দ্রের আওতায় এই বিষয়টি আমাদের এক্তিয়ারে নেই। তবে আমরা সংসদে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে প্রধানমন্ত্রী এই বিষয়ে সংসদে কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘যদি প্রধানমন্ত্রীর কোনো সমস্যা থাকে, তাহলে বিদেশমন্ত্রী সংসদে বিবৃতি দিয়ে জানাবেন কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, যদি সহিংসতা বাড়তে থাকে, আমরা আমাদের নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করব। সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং তাদের থাকার, খাওয়ার কোনো সমস্যা হবে না।’
মমতা ব্যানার্জী বলেছেন, ‘ভারতীয়দের ওপর অত্যাচারের ঘটনা মেনে নেওয়া যাবে না।’ তবে, তিনি 'ভারতীয়দের' বলতে কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি।
বর্তমানে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। মমতা এই বিষয়ে কেন্দ্রের কাছ থেকে সুরক্ষা নিশ্চিত করার জন্য পরামর্শ চেয়েছেন।
গত কয়েকদিন ধরে, বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সেখানকার সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে কলকাতা ও সীমান্তবর্তী অঞ্চলে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে।
ডিআর/এমএইচএস