Logo

আন্তর্জাতিক

পানি ছাড়ল ভারত, বন্যার ঝুঁকিতে পাকিস্তানের মুজাফফরাবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:৫৬

পানি ছাড়ল ভারত, বন্যার ঝুঁকিতে পাকিস্তানের মুজাফফরাবাদ

ভারত অধিকৃত কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ছে। সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়ে ভারত এবার পাকিস্তানকে না জানিয়েই ঝিলম নদীর পানি ছেড়ে দিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, এতে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। মুজাফ্ফরাবাদের কাছে ঝিলমের পানিস্তর বেড়ে গেছে। জরুরি অবস্থাও জারি করা হয়েছে। মসজিদ থেকে ঘোষণা করে সতর্ক করা হয়েছে স্থানীয়দের।

ঝিলমের পাড়ে অবস্থিত মুজাফ্ফরাবাদ থেকে ৪০ কিলোমিটার দূরত্ব হাত্তিয়ান বালার। খবরে বলা হয়েছে, ভারত অধিকৃত কাশ্মীরের অনন্তনাগ থেকে পানি আজাদ কাশ্মীরের চাকোঠিতে পানির স্তর বেড়ে গেছে। কিছু না জানিয়ে পানি ছেড়ে ভারত আন্তর্জাতিক নীতি ও পানিচুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, মসজিদ থেকে ঘোষণার পরই আতঙ্ক ছড়িয়েছে। কারণ নদীর পাড়ে বহু মানুষ বাস করেন। আগে থেকে কিছু বলা হয়নি। পানি ধেয়ে আসছে। তাতে সম্পত্তিহানির ভয় পাচ্ছেন স্থানীয়রা। ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

পাহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। সীমান্ত সন্ত্রাস নিয়ে পাকিস্তান পদক্ষেপ না করা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে বলে জানানো হয়। ওই চুক্তি অনুযায়ী, পূর্বের তিন নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের হাতে। পশ্চিমের তিন নদী সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার উৎস ভারত হলেও তার উপর পাকিস্তানের অধিকার কার্যকর হয়। 

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর