Logo

আন্তর্জাতিক

মোদিকে হত্যার হুমকি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

মোদিকে হত্যার হুমকি

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের কাছে এ সংক্রান্ত একটি হোয়াট্সঅ্যাপ-বার্তা এসেছে। 

শনিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্রে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বার্তাটি এসেছে রাজস্থান থেকে এবং অভিযুক্তকে ধরতে মুম্বাই পুলিশের একটি দল এরই মধ্যে সেখানে রওনা হয়েছে।

পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কথা উল্লেখ রয়েছে। বার্তাটিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদিকে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে। 

যদিও এখন পর্যন্ত মুম্বাই পুলিশ এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে কিংবা তিনি মাতাল অবস্থায় এই বার্তা পাঠিয়েছেন। 

হত্যার এই হুমকিবার্তা পাওয়ার পর মুম্বাইয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহুবার মোদিকে হত্যার হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। গত মাসের শেষদিকেও মোদিকে হত্যার পরিকল্পনার একটি ফোনকল এসেছিল মুম্বাই পুলিশের কাছে। সেই ঘটনায় ৩৪ বছরের এক নারীকে আটক করা হয়েছিল। তবে তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। 

অক্টোবর মাসে পুনে পুলিশের কাছেও এ ধরনের একটি ভুয়া ফোন এসেছিল। ওই অভিযোগে ৩৮ বছরের এক ব্যক্তিকে আটকও করে পুলিশ। পুনে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযুক্ত দাবি করেছিলেন যে, মোদিকে হত্যা করার জন্য একটি ফ্ল্যাটে বসে ছক কষছে দুষ্কৃতীরা।

গত বছর জুলাই মাসেও মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দিয়ে ফোন এসেছিল মুম্বাই পুলিশের কাছে। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর