Logo
Logo

আন্তর্জাতিক

অচিরেই সিরিয়া বিজয়ী হবে, মৃত্যুর আগে বলেছিলেন শায়খ কারজাভি

বেলায়েত হুসাইন

বেলায়েত হুসাইন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের স্বৈরশাসন শেষ হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর এ বিজয় অর্জন করেছে দেশটির স্বাধীনতাকামী জনগণ। কিন্তু বহু আগেই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন বিখ্যাত মুসলিম মনীষী শায়খ ড. ইউসুফ আল কারজাভি (রহ.)।

রোববার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক থেকে পলায়নের পর শায়খ কারজাভির এ সংক্রান্ত একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সিরীয় জনগণকে বিজয়ের সুসংবাদ দিচ্ছেন তিনি।

ভিডিওর চুম্বকাংশে মিশরীয় বংশোদ্ভূত কাতারি এ আলেম বলেন, ‘হে আমার প্রিয় সিরীয় ভাইয়েরা! তোমরা নিজেদের অবস্থানে বীর যোদ্ধাদের মতো অটল থাকো, পাহাড়ের মতো সুদৃঢ় হও। কেউ তোমাদের স্থান থেকে সরাতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করো। তোমরা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে।’

শায়খ কারজাভি সিরীয় যোদ্ধাদের সম্মোধন করে আরও বলেন, ‘সিরিয়াবাসী! তোমরা আল্লাহর ওপর ভরসা করো, আমি কসম খেয়ে তোমাদের বলছি, তোমরাই বিজয়ী হবে। খুব শিগগিরই তোমরাই বিজয়ী হবে।’

তিনি বলেন, ‘এটা কখনোই সম্ভব নয় যে, অন্ধকার আলোর ওপর এবং মিথ্যা সত্যের ওপর জয়ী হবে, জুলুম ইনসাফের ওপর এবং জালেম শাসকেরা মজলুম জনগণের ওপর জয় লাভ করবে।’

সিরিয়াবাসীকে উদ্বুদ্ধ করে শায়খ কারজাভি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সিরিয়া অচিরেই বিজয়ী হবে। তোমরা পরিপূর্ণরূপে অটল থাকো। সিরিয়া বিজয়ী হবেই আর এরপর আমি উমাইয়া মসজিদে গিয়ে পবিত্র জুমার খোতবা দেব। আমি খুব শিগগিরই সিরীয় জনগণকে অভ্যর্থনা জানাতে আসব।’

শায়খ ড. ইউসুফ আবদুল্লাহ আল কারজাভি (রহ.) ছিলেন মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ। তিনি মুসলিম ধর্মতত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ছিলেন মিশরের মুসলিম ব্রাদারহুডের অন্যতম নেতা। গবেষক এ আলেম ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর কাতারে ইন্তেকাল করেন।

-আরবি ভিডিও থেকে বেলায়েত হুসাইনের সংক্ষিপ্ত অনুবাদ 

বিএইচ/এনআর/

  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর