Logo
Logo

আন্তর্জাতিক

বাশার এখন কোথায়, তাকে বহনকারী বিমান কি বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

বাশার এখন কোথায়, তাকে বহনকারী বিমান কি বিধ্বস্ত

ছবি : সংগৃহীত

স্বাধীনতাকামীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশ ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি। তার গন্তব্য নিয়ে ধোঁয়াশার মধ্যেই এবার এ বিষয়ে নতুন তথ্য দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল আসাদ এখন সিরিয়ায় নেই। তিনি সিরিয়া থেকে বের হয়ে গেছেন। তবে তাদের এই দাবি কতটা সত্য, তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি বাশার রাশিয়ার দিকে গেছেন কিনা, তা-ও স্পষ্ট করেনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কার্যালয় ছেড়েছেন বাশার আল-আসাদ। তিনি সিরিয়াও ছেড়েছেন। দেশ ছাড়ার আগে তিনি ঘোষণা দিয়ে গেছেন, শান্তিপূর্ণভাবে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এ নিয়ে রাশিয়ার সঙ্গে তার কথা হয়নি। 

এদিকে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার গুঞ্জন উঠেছে। রয়টার্স বলছে, আসাদের বিমান দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর হঠাৎ দিক পরিবর্তন করে। পরে বিমানটিকে আর রাডারে খুঁজে পাওয়া যায়নি। অনেকের আশঙ্কা, বাশার আল আসাদের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এর ফ্লাইট নম্বর ছিল ৯২১৮। এই বিমানটিই দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া সবশেষ বিমান।

ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটেই অবস্থান করছিলেন বাশার আল আসাদ। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি, এটি পূর্বদিকে ওড়ার পর উত্তরে ঘুরে যায়। কিছু সময় পর বিমানটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে রাডার থেকে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। 

দুই সিরীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কেউ কেউ বলছেন, বিদ্রোহীরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ফ্লাইটপথ ও অবস্থান গোপন রাখতে ট্রান্সপন্ডার বন্ধ করে পালিয়েছেন বাশার আল-আসাদ।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর