Logo
Logo

আন্তর্জাতিক

মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০০

মস্কোতে আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা রিয়া নভোস্তি ও তাস এক প্রতিবেদনে জানায়, বাশার আল-আসাদ সপরিবারে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। 

তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদ সপরিবারে মস্কো পৌঁছেছেন। রাশিয়ায় তাদের বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে মস্কো। আর জাতিসংঘ ও বিদ্রোহীদের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ চায় দেশটি।

ক্রেমলিন ইতোমধ্যে বিদ্রোহীগোষ্ঠীর নেতৃত্বের সঙ্গেও আলোচনা করেছে। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছে, সিরিয়ার রুশ সেনাঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি করা হবে না।

৫৪ বছর আসাদ পরিবারের হাত থেকে মুক্ত হলো সিরিয়া। বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদ ১৯৭১ সালে ক্ষমতা দখল করেছিলেন। তিনি মারা যাওয়ার পর ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউনাইটেড নেশন্স হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, সিরিয়ায় ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৫ হাজারেরও বেশি সংখ্যক মানুষ।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর