দামেস্কের বিখ্যাত উমাইয়া মসজিদে ভাষণ দিলেন আল-জুলানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১
সিরিয়া থেকে বাশার আল-আসাদকে উৎখাতে নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) প্রধান নেতা আবু মোহাম্মদ আল-জুলানি বলেছেন, এ বিজয় সমগ্র মুসলিম জাতির জন্য। বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে নতুন যুগের সূচনা হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের বিখ্যাত উমাইয়া মসজিদে আল-জুলানি উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় উপস্থি জনতা ‘আল্লাহু আকবার’, ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেয়।
সিরিয়ায় ২০১১ সাল থেকে চলে আসা গৃহযুদ্ধে সকল শহীদদের স্মরণ করে জানিয়ে তিনি বলেন, আসাদ ব্যাপক আকারে ‘সাম্প্রদায়িকতা’ ও ‘দুর্নীতি’ ছড়িয়ে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘আসাদ সরকার হাজার হাজার নাগরিককে কোনো অপরাধ ছাড়াই অন্যায়ভাবে বন্দী করেন। আজ, আমরা এই বিজয়ের দ্বারা পুরস্কৃত। এই বিজয় সব সিরিয়াবাসীর জন্য।’
জুলানি বলেন, আসাদের কারণে সিরিয়া ইরানের খেলার মাঠে পরিণত হয়েছিল। কিন্তু আজ থেকে সবাই মুক্তভাবে শ্বাস নিতে পারবে।
আসাদের পতনের আগে বৃহস্পতিবার থেকে জারি করা অফিসিয়াল বিবৃতিতে তার আসল নাম আহমেদ আল-শারা ব্যবহার করছেন।
নতুন প্রেক্ষাপটে এটা জুলানির বৈধতা আদায়ের প্রচেষ্টার অংশ হতে পারে। কারণ তিনি হায়াত তাহরির আল-শাম ও অন্যান্য বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন। দামেস্ক দখলের পর সিরিয়ার বেশিরভাগ অংশ তার নিয়ন্ত্রণে রয়েছে।
জুলানি কয়েক বছর ধরেই নিজেকে পরিবর্তন করেছেন। আবু বকর বাগদাদির থেকে আলাদা হয়ে যাওয়ার পরই তার চিন্তা-ভাবনায় পরিবর্তন আসে। একসময় ঐতিহ্যবাহী জিহাদি জঙ্গি পোষাক পরিহিত জাওলানি কয়েক বছর ধরেই পশ্চিমা স্টাইলের পোশাক পরছেন।
সূত্র : বিবিসি
ওএফ