Logo
Logo

আন্তর্জাতিক

হিজবুল্লাহ’র নতুন প্রধান নাঈম কাসেম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:৩৯

হিজবুল্লাহ’র নতুন প্রধান নাঈম কাসেম

নাঈম কাসেম (সংগৃহীত)

লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। ইসরায়েলের বিমান হামলায় নিহত সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হবেন নাঈম কাসেম।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে কাসেম নির্বাচিত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, 'হিজবুল্লাহর শুরা কাউন্সিল হিজবুল্লাহর মহাসচিব হিসেবে শেখ নাঈম কাসেমকে নির্বাচিত করতে সম্মত হয়েছে। এই যাত্রায় বরকতময় পতাকা বহন করে, হিজবুল্লাহ এবং এর ইসলামী প্রতিরোধের নেতৃত্ব দেওয়ার এই মহান মিশনে তাকে পথ দেখানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

নাইম কাসেম লেবাননের একজন শিয়া ধর্মীয় নেতা এবং রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে সংগঠনটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৫৩ সালে কাফার ফিলায় একটি শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন নাঈম কাসেম। তিনি লেবানিজ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়াও, তিনি ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশুনা করেন।

১৯৭০-এর দশকে প্রতিষ্ঠিত লেবানিজ মুসলিম ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন কাসেম। ইমাম মুসা সদরের নেতৃত্বে তিনি আমল আন্দোলনে যোগ দেন। কাসেম ১৯৭৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইসলামিক ধর্মীয় শিক্ষা সমিতির প্রধান ছিলেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সকালে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি জানায় ইসরায়েল। এর কয়েক ঘন্টা পর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজবুল্লাহ।

আল-জাজিরা/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর