ছবি : সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯ জন। নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত মহারাষ্ট্র সরকার।
সোমবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার মুম্বাইয়ে কুরলা এলাকায় যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায়। তার পর একটি বাড়ির গেটে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় প্রথমে চারজন পথচারীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতের সংখ্যা সাত।
প্রাথমিকভাবে জানা গেছে, মহারাষ্ট্র সরকারের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিংয়ের (বেস্ট) বাস ছিল। যাত্রীদের নিয়ে কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশে যাচ্ছিল ওই বাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বাসটির গতি বাড়তে থাকে। গতি কমানোর জন্য চিৎকার করতে থাকেন যাত্রীরা। তারপরেই ঘটে যায় দুর্ঘটনা।
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের অন্যতম ডেপুটি পুলিশ কমিশনার গণেশ গাওড়ে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, কুরলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিছু গাড়িতে ধাক্কা মেরেছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত চলছে।
সোমবার রাতেই বাসচালক সঞ্জয় মোরেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। বাস চালানোর সময় তিনি মাদকাসক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞেরা। সেখান থেকে নমুনা সংগ্রহ করেন তারা। তদন্তের পরে কী কারণে দুর্ঘটনা, তা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। বাসটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ওএফ