Logo
Logo

আন্তর্জাতিক

নিজের স্কুলে বোমা হামলার হুমকি, আটক ১২ বছরের শিক্ষার্থী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

নিজের স্কুলে বোমা হামলার হুমকি, আটক ১২ বছরের শিক্ষার্থী

ভারতের দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকায় একটি স্কুলে বোমার হুমকি ইমেইল পাঠানোর ঘটনায় ১২ বছর বয়সি এক ছাত্রকে আটক করা হয়েছে। শনিবার পুলিশ সূত্র জানা গেছে, আটক ছাত্র নিজের স্কুলেই বোমার হুমকি দিয়ে ইমেইল পাঠিয়েছিল ৷

শুক্রবার ইমেইলে বোমার হুমকি পাওয়া ৩০টি স্কুলের মধ্যে বসন্ত বিহার এলাকার এই স্কুলটিও ছিল ৷ 

জানা গেছে, ইমেইলে বোমার হুমকি দেওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত শিক্ষার্থীকে খুঁজে বের করে আটক করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে কাউন্সেলিং দেওয়া হয়। সতর্ক করা হয়েছে তার বাবা-মাকেও। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় ৷

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী জানিয়েছে যে, দিল্লির বেশ কয়েকটি স্কুলে বোমার হুমকি পাওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমে খবর দেখে সে এই ইমেইলটি পাঠিয়েছিল। তার বিশ্বাস ছিল, সে ধরা পড়বে না ৷ কারণ, আগের ঘটনাগুলোতেও কোনো অভিযুক্ত এখনো ধরা পড়েনি। উল্লেখ্য, গত সোমবার দিল্লির অন্তত ৪৪টি স্কুল একই ধরনের বোমার হুমকি দিয়ে ইমেইল পেয়েছিল।

শনিবারও, দিল্লির একটি স্কুল বোমার হুমকি পেয়েছে ৷ চলতি সপ্তাহে দিল্লিতে স্কুলে হুমকি ইমেইল পাঠানোর এটি তৃতীয় ঘটনা। বোমা হামলার হুমকির পর শুক্রবার ৩০টি স্কুলের চত্বরে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। তবে কোনো স্কুলেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দিল্লি পুলিশের স্পেশাল সেল অপরাধমূলক ভীতি সৃষ্টি ও ষড়যন্ত্রের একটি মামলা নথিভুক্ত করেছে ৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো অপরাধীদের যোগ খুঁজে পায়নি পুলিশ। মে মাসে ২৫০টিরও বেশি স্কুল, হাসপাতাল ও অন্যান্য জায়গায় একই ধরনের হুমকি ইমেইল পাঠানো হয়েছিল, যেগুলোর এখনো সমাধান সূত্র মেলেনি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর