Logo
Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭

গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ৬৯

ছবি : আল জাজিরা

দক্ষিণ গাজায় জাতিসংঘ পরিচালিত আরেকটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ওই ভবনে আশ্রয় নেওয়া অন্তত ২০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানিয়েছে। এছাড়াও অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে, যেমন বেইত হানুন, দেইর আল-বালাহ এবং নুসাইরাত শরণার্থী শিবিরে একাধিক হামলার ফলে নিহতের সংখ্যা আরও বেড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে প্রকাশিত পরিসংখ্যানে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে।

রোবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)-পরিচালিত স্কুলে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। 

জানা যায়, হামলার সময় সাধারণ মানুষ ঘুমিয়ে ছিল, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। ইসরায়েলি বাহিনী এই হামলার আগে কোনো সতর্কবার্তা দেয়নি।

এই হামলা ইসরায়েলের সামরিক অভিযানের ধারাবাহিক অংশ। দেশটি সম্প্রতি দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করার পরিকল্পনা ঘোষণা করেছে। আরও ভূমি দখলের মাধ্যমে ইসরায়েলি বসতি স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৯৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬ হাজার ৭৫৯ জন আহত হয়েছে।

টিএ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর