গাজায় গণহত্যা বন্ধ ও ইসরায়েলি নেতাদের শাস্তির দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২০
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র এবং তাঁবুগুলিতে, বিশেষ করে নুসাইরাত শরণার্থী শিবিরে, ইসরায়েলের বারবার চালানো বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, গাজায় চলমান ‘গণহত্যা’ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা, বিশেষত যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থন ‘লজ্জাজনক’।
তিনি গণহত্যা বন্ধের পাশাপাশি ইসরায়েলি নেতাদের বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়ার দাবি জানান।
টিএ/এমএইচএস