ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার শতাধিক সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৪
রাশিয়ার পক্ষে যুদ্ধে করতে গিয়ে ইউক্রেন বাহিনীর হাতে উত্তর কোরিয়ার শতাধিক সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার একজন এমপি।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পর লি সুং-কোয়ান সাংবাদিকদের বলেন, অন্তত আরও এক হাজার উত্তর কোরীয় সেনা আহত হয়েছেন।
তিনি বলেন, নিহতদের মধ্যে উচ্চপদস্থ সেনা অফিসারও রয়েছেন।
এত সংখ্যক সৈন্য নিহতের কারণ হিসেবে তিনি বলেন, অপরিচিত ভূমি ও ড্রোন হামলার কারণেই এতো মৃত্যু হয়েছে। অপরিচিত পরিবেশের মধ্যে উত্তর কোরিয়ার বাহিনী ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন। আর ড্রোন হামলা মোকাবিলায়ও তাদের সক্ষমতার অভাব রয়েছে।
অক্টোবরে জানা যায় যে রাশিয়ার সহায়তার জন্য উত্তর কোরিয়া ১০ হাজার সৈন্য পাঠিয়েছে।
সোমবার পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ানদের হত্যা করা হয়েছে। তিনি কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি।
এর একদিন পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার ‘কয়েক শ’ সেনা নিহত ও আহত হয়েছেন।
উত্তর কোরিয়ার সেনাদের কারোরই যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তারা প্রথম সপ্তাহ রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। তারপর রুশ সেনাদের সাথে যোগ দিয়েছেন।
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া কুরস্ক আক্রমণে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা ব্যবহার করেছে।
লি সুং-কোয়ান বলেন, অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতির খবর পাওয়া গেছে। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এই প্রশিক্ষণের তত্ত্বাবধানে থাকতে পারেন।
তিনি দাবি করেন, রুশ বাহিনীর মধ্যেও অভিযোগ উঠেছে যে উত্তর কোরিয়ার সেনারা ড্রোন সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। ফলে তারা সম্পদের চেয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছেন।
রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই সেনা মোতায়েনের কথা স্বীকার করেনি। তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতি জানিয়েছে, মস্কো ও পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রভাব বিস্তার প্রতিহত করতে কাজ করছে।
ওএফ