সিগারেটে সুখটান, লক্ষাধিক টাকা জরিমানা গুনতে হচ্ছে মন্ত্রীকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০
রেস্তোরাঁয় বসে ধুমপান করার দায়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাসানকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন এ মন্ত্রী। তিনি জরিমানা দিতেও প্রস্তুত।
দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করায় এই জরিমানা দিতেই হবে।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে। যেখানে দেখা যাচ্ছে, মুহাম্মদ হাসান সিগারেট হাতে বসে রয়েছেন মালয়েশিয়ার নাগেরি সেম্বলিয়ান রাজ্যের এক রেস্তোরাঁয়। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনা-সমালোচনা শুরু হয়। মন্ত্রীর হাতে সিগারেট দেখে বিক্ষুব্ধ হন নেটিজেনরা।
মালয়েশিয়ার নিয়ম বলছে, নিষেধাজ্ঞা উপেক্ষা জনসমক্ষে সিগারেট খেলে পাঁচ হাজার মালয়েশিয়ান মুদ্রা (রিঙ্গিট) জরিমানা দিতে হয় অভিযুক্তকে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা।
২০১৯ সাল থেকে রেস্তোরাঁয় ধুমপান নিষিদ্ধ করা হয় মালয়েশিয়ায়। ধরা পড়লেই মোটা অংকের জরিমানা গুনতে হয়। মুহাম্মদ হাসানকেও দিতে হবে জরিমানা।
দেশের স্বাস্থ্যমন্ত্রী জুলকেফি আহমদ বলেন, ‘মুহাম্মদ হাসান নিজেই তাঁর বিরুদ্ধে জরিমানা জারি করার আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রণালয়কে। তিনি এ জরিমানা দিতে প্রস্তুত। কোনো মন্ত্রীই আইনের ঊর্ধ্বে নয় এ দেশে।’
বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাসান। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বুধবার সকালে সিরিমবান জেলা স্বাস্থ্য অফিস থেকে একটি নোটিশ পেয়েছি। যদি এটা উদ্বেগের কারণ হয়ে থাকে এবং মানুষের মনে প্রভাব ফেলে থাকে, তবে আমি ক্ষমাপ্রার্থী। আমি জরিমানা দেব। তবে আশা করব টাকার অঙ্কটা খুব একটা বেশি হবে না।’
এমজে