Logo

আন্তর্জাতিক

এক্সে হ্যাশট্যাগ নিয়ে বিতর্ক, কী বলছেন ব্যবহারকারীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৫

এক্সে হ্যাশট্যাগ নিয়ে বিতর্ক, কী বলছেন ব্যবহারকারীরা

ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ ব্যবহারের সমালোচনা এবং নিষেধাজ্ঞা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মাস্ক সম্প্রতি হ্যাশট্যাগকে ‘অপ্রয়োজনীয় ও কুৎসিত’ বলে উল্লেখ করেছেন।

এক্সের এআই টুল ‘গর্ক’এর এক পোস্টে বলা হয়, হ্যাশট্যাগ একটি সাবমেরিনের দরজার মতো—যা কোনো কাজে আসে না।’ গর্কের ভাষ্য অনুসরণ করে ইলন মাস্ক মন্তব্য করেন, ‘দয়া করে হ্যাশট্যাগ ব্যবহার করা বন্ধ করুন। এটি দেখতে কুৎসিত এবং সিস্টেম এগুলোর প্রয়োজন মনে করে না।’

মাস্কের এই বক্তব্যের পর প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘হ্যাশট্যাগ পোস্টকে স্প্যামি এবং প্রোফাইলকে অযাচিত দেখায়।’ অন্য একজন বলেন, ‘সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমি ব্র্যান্ডগুলোকে হ্যাশট্যাগের পরিবর্তে অন্য কৌশল ব্যবহারের পরামর্শ দিই।’

অনেকে মাস্কের মন্তব্যের বিরোধিতা করে বলেন, ‘হ্যাশট্যাগ নির্দিষ্ট টপিকের পোস্ট সহজে খুঁজে পাওয়ার কার্যকর পদ্ধতি। ছোট অ্যাকাউন্টগুলোর জন্য এটি অর্গানিক রিচ বাড়ানোর গুরুত্বপূর্ণ মাধ্যম।’

এক ব্যবহারকারী মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার অ্যালগরিদম যদি হ্যাশট্যাগ ছাড়া ট্রেন্ড শনাক্ত করতে পারে, তবে এর বিকল্প কী?’

ব্যবহারকারীরা আরও উল্লেখ করেন, ‘লাখো ফলোয়ার আছে, এমন প্রোফাইলের জন্য হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু ক্ষুদ্র অ্যাকাউন্টগুলোর জন্য এটি এখনো অত্যন্ত কার্যকর।’

ইলন মাস্কের মন্তব্যের পর বোঝা যাচ্ছে, এক্সের অ্যালগরিদম হ্যাশট্যাগ ছাড়াই কনটেন্ট ট্রেন্ডিং এবং দৃশ্যমানতা নিশ্চিত করতে পারে। তবে ব্যবহারকারীদের একাংশ মনে করেন, এটি সার্চিং এবং কনটেন্ট অর্গানাইজেশনে জটিলতা তৈরি করবে।

এই বিতর্ক আরও একবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট ম্যানেজমেন্টের বহুমুখী দিকগুলো তুলে ধরেছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর