ছবি : সংগৃহীত
বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন গঠনসহ নানা দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে অ্যামাজনের কর্মীরা। তবে আশানুরূপ সাড়া না পেয়ে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের কর্মীরা বড়দিনের কয়েক দিন আগে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ ধর্মঘটের ডাক দেয় তারা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। তাদের ভাষায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে অ্যামাজন কর্মীদের এটা সবচেয়ে বৃহত্তম ধর্মঘট।
টিমস্টার ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নিউইয়র্ক, আটলান্টা ও সান ফ্রান্সিসকোসহ শহরগুলোতে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ ধর্মঘটে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের চারপাশে অবস্থিত সাতটি অ্যামাজন রয়েছে। পিকেটে থাকা কর্মীদের মধ্যে রয়েছে অ্যামাজন কর্মচারী যারা টিমস্টার শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত এবং ট্রাকার যারা প্যাকেজগুলো ভিতরে এবং বাইরে পরিবহন করে থাকে ।
নিউইয়র্কের টিমস্টার লোকাল ৮০৪-এর কোষাধ্যক্ষ টনি রোসিগ্লিওন বলেছেন, নিউইয়র্কের অ্যামাজন ডিবিকে ৪ গুদাম বৃহস্পতিবার কার্যক্রম অব্যাহত রেখেছে, তবে পিকেটগুলো বাইরে ডেলিভারি কমিয়ে দিয়েছে ।
রোসিগিওন এক ফোন সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, কুইন্সে পিকেট লাইনে ইউনিয়ন সমর্থকসহ প্রায় ৩০০ জন লোক ছিল, যেখানে ইউনিয়ন টিমস্টারদের সাথে যোগ দিতে আগ্রহী অতিরিক্ত অ্যামাজন কর্মীদের সাইনআপ করেছিল ।
ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে নিউইয়র্কের পাশাপাশি, শ্রমিকরা আটলান্টা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকো এবং ইলিনয়ে পিকেটিং করবে, অন্যান্য আমাজন টিমস্টারদের সাথে তাদের সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুত।
টিমস্টার বস শন ও’ব্রায়েন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেছেন কর্মীদের জন্য মূল অগ্রাধিকারের মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ এবং কাজের নিরাপত্তার মান বজায় রাখা।
প্রসঙ্গত, নর্থ আমেরিকার অন্যতম বৃহত্তম ইউনিয়নগুলোর মধ্যে টিমস্টার্স অন্যতম। এতে অ্যামাজনের প্রায় ১০ হাজার কর্মী যুক্ত রয়েছে বলে দাবি করা হয়।
এসবি