Logo
Logo

আন্তর্জাতিক

ভারতীয় আদালতে জামিন পেলেন পি কে হালদার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

ভারতীয় আদালতে জামিন পেলেন পি কে হালদার

বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পলাতক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তার দুই সহযোগীকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত।

শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই বিশেষ কোর্টের বিচারক তাদের ১০ লাখ টাকার বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন।

পি কে হালদার ছাড়া জামিন পাওয়া অপর দুইজন হলেন- তার ভাগনে স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি। এর আগে কলকাতা হাইকোর্ট থেকে তার আরও দুই সহযোগী ইমন হালদার ও সরমি হালদার জামিন পেয়েছিলেন।

ইডির (প্রবেশন পরিদপ্তর) আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদার দণ্ডপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট নথিপত্র আদালতে উপস্থাপন করতে না পারার কারণে বিচারক তাকে জামিন মঞ্জুর করেন।

পি কে হালদারের আইনজীবী বিশ্বজিৎ মান্না আদালতে যুক্তি দেন, তার মক্কেল ইতিমধ্যে সাজার এক-তৃতীয়াংশ সময় কারাগারে কাটিয়েছেন, যা ভারতের আইনি কাঠামো অনুযায়ী জামিন পাওয়ার যথেষ্ট কারণ।

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মে কলকাতার নিউটাউনের বৈদিক ভিলেজ এলাকা থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অশোকনগর থেকে তার ভাই প্রাণেশ হালদার, দুই ভাগনেসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে পি কে হালদার প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে ছিলেন। ইডির পক্ষ থেকে জানানো হয়, পি কে হালদার বাংলাদেশে সাজাপ্রাপ্ত হওয়ায় তার জামিনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে আইনজীবীদের মত অনুযায়ী, সাজার সময় পার হওয়ার যুক্তিতে তিনি ভারতের আইনের আওতায় জামিন পান।

পি কে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তার থেকে জামিন প্রাপ্তি পর্যন্ত ঘটনাগুলো কলকাতা ও বাংলাদেশের আইনি পরিমণ্ডলে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর