Logo
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৪

ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করছে ইসরায়েল। 

শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিববাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়। 

ক্ষেপণাস্ত্রটি হুতি গোষ্ঠী ছুঁড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে। এছাড়া আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। 

প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর