Logo
Logo

আন্তর্জাতিক

বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

Icon

বাসস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:২১

বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

ছবি : সংগৃহীত

বলিভিয়ার আন্দেজ এলাকার একটি মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। 

বলিভিয়ার পুলিশ সূত্রে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বলিভিয়ার রাজধানী লা পাজ ওরোরো শহরের সাথে সংযোগকারী রাস্তায় চলাচলের সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সর্বোচ্চ ২১ জন ধারণক্ষমতা সম্পন্ন বাসটি পড়ে থাকা বেশ কিছু মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে। এ প্রসঙ্গে লা পাজ ট্রানজিট পুলিশের প্রধান মার্কো সেসপেডস সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের লা পাজের কাছে এল আল্টো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১২ মিলিয়নের দেশ বলিভিয়ায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১ হাজার ৪০০ মানুষ মারা যায়। বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে চালকের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে। 

গত জুলাই মাসে বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হয় এবং আহত হয় আরও ১৬ জন।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর