Logo
Logo

আন্তর্জাতিক

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২২

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানি

আসাদ হাসান আল-শাইবানি /ছবি : সংগৃহীত

সিরিয়ার বাশার আল আসাদকে উৎখাতের পর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার জন্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল-শাইবানিকে নিয়োগ দিয়েছেন।

শনিবার সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বিষয়টি নিশ্চিত করেছে। শাইবানি সম্পর্কে তাত্ক্ষণিক ভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

নতুন প্রশাসনের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের যে ইচ্ছা পোষণ করছে এই পদক্ষেপ তারই প্রতিফলন।

সিরিয়ার বর্তমান শাসক আহমেদ আল-শারা শাসনভার গ্রহণের পর থেকেই বিদেশি প্রতিনিধিদলগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা রয়েছেন। সম্প্রতি তিনি জাতিসংঘে সিরিয়া বিষয়ক দূত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের স্বাগত জানান।

আন্তর্জাতিক দূতদের সঙ্গে কূটনৈতিকভাবে সম্পৃক্ত থাকার ইচ্ছা প্রকাশের ইঙ্গিত দিয়ে শারা বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে পূনর্নিমাণ ও অর্থনৈতিক উন্নয়ন। 

তিনি নতুন করে কোনো সংঘাতে জড়াতে চান না।

যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা শক্তি ও সিরিয়ার বহু নাগরিক এটাতে খুশি যে হায়াত আল-শাম বা এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। কিন্তু এটা পরিস্কার নয় যে এই ইসলামপন্থী গোষ্ঠীটি কি কট্টর ইসলামি শাসন ব্যবস্থা আরোপ করবে নাকি নমনীয় হবে এবং গণতন্ত্রের পথে যাবে।

২০১৬ সালে শারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা অবধি এইচটিএস আল কায়েদার অংশ ছিল।

১৩ বছরের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণের পর আসাদের কয়েক দশকব্যাপী পারিবারিক শাসনের অবসান ঘটে। তিনি পালিয়ে যেতে বাধ্য হন।

শারা যিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামে বেশি পরিচিত, তার নেতৃত্বে বাহিনী তিন মাসের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন।

এই যুদ্ধে হাজার হাজার লোক প্রাণ হারান। সিরিয়ার গৃহযুদ্ধ আধুনিক যুগে সব চেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি কপর্দকশূন্য হয়ে পড়ে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর