Logo
Logo

আন্তর্জাতিক

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিল ক্লিনটন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিল ক্লিনটন

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ফ্লু এর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে জ্বরের কারণে ক্লিনটনকে ওয়াশিংটনের মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা বলেন, হাসপাতালে বিশেষ পরিচর্যার জন্য তিনি (বিল ক্লিনটন) ও তার পরিবারের সদস্যরা গভীরভাবে কৃতজ্ঞ। সবার শুভকামনা ও সদয় বার্তা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। 

৭৮ বছর বয়সী বিল ক্লিনটনকে গত সোমবার ওয়াশিংটন ডিসির এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা বলেছিলেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এর আগে ২০২২ সালের নভেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর