আজারবাইজানি বিমান বিধ্বস্তের জন্য রাশিয়া দায়ী হতে পারে : যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৮
ছবি : সংগৃহীত
আর্মেনিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়া দায়ী হতে পারে বলে ‘প্রাথমিক সংকেত’ পেয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। গত ২৫ ডিসেম্বর ঘটা এই বিমান দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানি বিমান দুর্ঘটনার তদন্তে সহায়তা প্রদান করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন কিরবি। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ধারণা করা হচ্ছে, বিমানটি চেচনিয়ায় অবতরণের চেষ্টা করার সময় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণের শিকার হয়েছিল। পরে এটি কাস্পিয়ান সাগর পেরিয়ে কাজাখস্তানে চলে যায় এবং সেখানে বিমানটি বিধ্বস্ত হয়।
এদিকে তদন্তের আগে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। তবে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান বলেছেন যে, চেচনিয়ার পরিস্থিতি বেশ জটিল ছিল, কারণ ওই অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা হচ্ছে।
মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে আসা প্রাথমিক তথ্য শুধু বিমানটির ক্ষতিগ্রস্ত ছবি নয়, বরং আরও কিছু বিষয়ে তথ্য রয়েছে।
এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, বিমানটির জিপিএস সিস্টেম ইলেকট্রনিক জ্যামিং দ্বারা প্রভাবিত হয়েছিল এবং রুশ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের হামলার ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় আজারবাইজান সরকার রাশিয়াকে দায়ী করেনি। তবে দেশটির পরিবহনমন্ত্রী বলেছেন যে বিমানটি বাইরের দিক থেকে আক্রমণের শিকার হয়েছিল এবং অবতরণের সময় এর ভিতরের ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এসবি