Logo
Logo

আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড প্রাপ্ত ফরাসি নাগরিককে ইন্দোনেশিয়ার কাছে ফেরত চেয়েছে ফ্রান্স

Icon

বাসস

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৬

মৃত্যুদণ্ড প্রাপ্ত ফরাসি নাগরিককে ইন্দোনেশিয়ার কাছে ফেরত চেয়েছে ফ্রান্স

ছবি : সংগৃহীত

মাদকের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রায় ২০ বছর ধরে বন্দী এক ফরাসি নাগরিককে স্থানান্তরের জন্য ইন্দোনেশিয়ার কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে ফ্রান্স।

শনিবার (২৮ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার একজন সিনিয়র মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জাকার্তা থেকে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬১ বছর বয়সী ওয়েল্ডার সার্জ আতলাউই, ২০০৫ সালে জাকার্তার বাইরে একটি মাদক কারখানায় গ্রেপ্তার হন যেখানে কর্তৃপক্ষ তাকে ‘রসায়নবিদ’ হিসেবে অভিযুক্ত করেছিল। 

ইন্দোনেশিয়ায় বিশ্বের কিছু কঠিনতম মাদক আইন রয়েছে, যার মধ্যে রয়েছে পাচারকারীদের মৃত্যুদণ্ড এবং অতীতে বিদেশিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইন্দোনেশিয়ার সরকার এক ফিলিপিনা মা এবং তথাকথিত 'বালি নাইন' ড্রাগ রিং-এর শেষ পাঁচ সদস্যসহ মৃত্যুদণ্ডে থাকা একাধিক হাই-প্রোফাইল বিদেশি বন্দিকে স্থানান্তর করতে সম্মত হয়েছে। 

ইন্দোনেশিয়ার সিনিয়র আইন ও মানবাধিকার মন্ত্রী ইউসরিল ইহজা মহেন্দ্র এএফপিকে বলেছেন, ‘আমরা সার্জ আতলাউইয়ের স্থানান্তরের অনুরোধসহ একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি।’ 

তিনি আরও বলেন, ছুটির পরে জানুয়ারির শুরুতে অনুরোধটি নিয়ে আলোচনা করা হবে। 

সার্জ আতলাউইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট ২০০৭ সালে আপিলের রায়ে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়। 

বন্দী স্থানান্তরের জন্য চলমান আলোচনা সত্ত্বেও, ইন্দোনেশিয়ার সরকার সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে দেশটি ২০১৬ সাল থেকে বন্ধ রাখা মৃত্যুদণ্ডে দণ্ডিত মাদক অপরাধীদের আবার মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করবে।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর