Logo
Logo

আন্তর্জাতিক

দ.কোরিয়ার বিমান বিধ্বস্ত

শেষ বার্তায় যা বলেছিলেন যাত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২০

শেষ বার্তায় যা বলেছিলেন যাত্রী

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯৬ জন নিহত হয়েছেন। এছাড়া দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে সকাল ৯ টায়, একজন যাত্রী তার পরিবারের সদস্যকে একটি টেক্সট পাঠান। যাতে জানানো হয়, ‘বিমানের ডানায় পাখি আটকা পড়েছে, আমরা অবতরণ করতে পারছি না। এই মুহূর্তে। আমার শেষ কথা বলব কি?’ এরপর ওই যাত্রী আর যোগাযোগ করতে পারেননি এবং ওই যাত্রীর আর কোনো খবর পাওয়া যায়নি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা দ্য কোরিয়া হেরাল্ড।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরে গিয়ে একটি সীমানা প্রাচীরে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ১৮১ জন যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়। 

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে এবং অনেকে আহত হয়। 

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরে জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ দেশের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। 

তবে, হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি মন্ত্রণালয়। 

মুয়ান দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। তবে, ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, তিনজনকে উদ্ধার করা হয়েছে। 

দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযান চলছে। তবে এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর