Logo
Logo

আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ১০০ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

কার্টার ৩৯তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদের জন্য প্রেসিডেন্ট ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কার্টার সেন্টার জানায়, ‘আমাদের প্রতিষ্ঠাতা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার রোববার বিকেলে জর্জিয়ার প্লেইনসে মারা গেছেন।’

তার ছেলে চিপ কার্টার বলেছেন, ‘আমার বাবা একজন নায়ক ছিলেন। শুধু আমি নই বরং শান্তি, মানবাধিকার ও নিঃস্বার্থ ভালোবাসায় বিশ্বাসী সকলের কাছে।

তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে হসপিস কেয়ারে ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।

প্রেসিডেন্ট হিসাবে কার্টার তার মেয়াদকালে বিদেশনীতি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। পরে পুনঃনির্বাচনে রোনাল্ড রিগানের কাছে পরাজিত হন।

কার্টার তার লিভার এবং মস্তিষ্কে ছড়িয়ে পড়া মেলানোমাসহ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

হোয়াইট হাউস ছাড়ার পর অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি দিন বেঁচে ছিলেন জিমি কার্টার। তিনি মানবিক প্রচেষ্টার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

কার্টার ১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়ার প্লেইন্সের ছোট শহরে জন্মগ্রহণ করেন। চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। কার্টারের বাবার চিনাবাদামের ব্যবসা ছিল। আর তার মা লিলিয়ান ছিলেন একজন নিবন্ধিত নার্স। মাধ্যমিক স্কুলে তিনি একজন বাস্কেটবল খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তারপরে মার্কিন নৌবাহিনীতে সাত বছর কাটিয়েছিলেন। ওই সময়ে তিনি রোজালিনকে বিয়ে করেছিলেন।

জানা গেছে, ১৯৫৩ সালে তার বাবা মারা গেলে তিনি মার্কিন নৌবাহিনী থেকে পদত্যাগ করেন এবং পারিবারিক ব্যবসার হাল ধরেন। তিনি ব্যবসার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। আর প্রচুর অর্থ উপার্জন করে বেশ ধনী হয়ে ওঠেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর