ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে ইংরেজি নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন ট্রাম্প।
তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং আমি সেখানে যাবো।’
কার্টারের পরিবারের কারো সাথে তার কথাবার্তা হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’
প্রসঙ্গত, গত রোববার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়োঃবৃদ্ধ সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মৃত্যুবরণ করেছেন।
জিমি কার্টার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনেও ডাকযোগে ভোট দিয়েছেন তিনি।
কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শনিবার তার নিজ রাজ্য জর্জিয়া থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি ওয়াশিংটন ক্যাথেড্রালে শেষ হবে। ডোনাল্ড ট্রাম্প অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন।
এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ সপ্তাহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করবেন। আশা করা হচ্ছে তিনি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবন ও কর্মের ওপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন।
ওয়াশিংটনে ধর্মীয় অনুষ্ঠান শেষে কার্টারের দেহাবশেষ ব্যক্তিগত উদ্যোগে জর্জিয়ায় সমাহিত করা হবে।
এসবি