Logo
Logo

আন্তর্জাতিক

নেসেট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৪

নেসেট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট

ছবি : সংগৃহীত

ইসরায়েলি পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বুধবার দেশটির পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের বিতর্কিত নীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণের দুই মাসেরও কম সময়ের মধ্যে এ ঘোষণা এলো।

গ্যালান্ট ইসরায়েলি মিডিয়ায় সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, তিনি নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। 

তিনি বলেন, এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ। তবে তা এখনো শেষ হয়নি। পদত্যাগ সত্ত্বেও, গ্যালান্ট লিকুদ পার্টির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘লিকুদের পথই আমার পথ।’ 

আনাদোলু এজেন্সি বলছে, ২০২৩ সালের নভেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে তার অপসারণসহ একাধিক রাজনৈতিক উত্থানের পরে পদত্যাগ করলেন গ্যালান্ট। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৪৫ হাজার ৫৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসলেও তা উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। 

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। গত মাসে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর