সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭
ছবি : সংগৃহীত
সৌদি আরবে বন্দী ছয় ইরানি নাগরিকের ফাঁসির ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বিচারিক ক্ষেত্রে বিরাজমান সহযোগিতার পরিপন্থী।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পার্স টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যম ইরনার উদ্ধৃতি দিয়ে সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক কারিমি শাস্তি বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে কারাবন্দি ছয় ইরানি নাগরিকের ফাঁসি কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, কয়েক বছর আগে মাদক পাচারের অভিযোগে সৌদি বিচার বিভাগ তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। এই সময়ের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্তদের কনস্যুলার সেবা প্রদান এবং ঘোষিত শাস্তি কমিয়ে আনার চেষ্টা চালায়।
কারিমি আরও বলেন, তা সত্ত্বেও ইরান দূতাবাসকে না জানিয়ে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি কনস্যুলার রিলেশন কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এ সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে কথা বলার জন্য দ্রুত রিয়াদে যাচ্ছে।
এর আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, সেদেশের আল-শারকিয়া অঞ্চলে মাদক পাচারের অভিযোগে ছয় ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেন।
এসবি