ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:০৩
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার পুলিশ প্রধান ও উপপ্রধানসহ ১১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে খান ইউনিসের আল-মাওয়াসির এ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে একটি তাঁবুতে ছিলেন গাজার পুলিশ প্রধান মাহমুদ সালেহ। হামলায় মাহমুদ সালেহ ও তার সহযোগীসহ অন্তত ১১ জন নিহত হন। আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতের মধ্যে তিন শিশু ও দুই নারীও ছিল।
গাজার সিভিল এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ান রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বর্বরতায় গত দেড় বছরে গাজায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।
এসবি