Logo
Logo

আন্তর্জাতিক

আবারও পাক-আফগান সীমান্তে সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৩

আবারও পাক-আফগান সীমান্তে সংঘর্ষ

ছবি : সংগৃহীত

আবারও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালেবান সেনাদের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। দুই দেশের বিরোধপূর্ণ সীমান্ত ডুরান্ড লাইনের নিকটবর্তী খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও জানা যায়নি। 

পাকিস্তান ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয়পক্ষ একে-অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে। 

এর আগে গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পাকিস্তান হামলার দায় স্বীকার করে জানায় তারা জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে আফগান তালেবান জানিয়েছে, এ হামলায় নারী শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। 

এর জবাব দিতে তালেবান সেনারা পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। এতে ১৯ জন পাকিস্তানি সৈন্য নিহত হয় বলে দাবি করে তারা। এছাড়া ওই সময় আরও তিন বেসামরিক আফগান প্রাণ হারান। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর