তহবিলের অভাবে আফগানিস্তানে ক্ষুধার্তদের অর্ধেকের সহায়তা সীমিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৩:১৫
ছবি : সংগৃহীত
তহবিলের অভাবে আফগানিস্তানের ক্ষুধার্ত মানুষদের মধ্যে মাত্র অর্ধেককে সাহায্য করতে পারবে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আফগানিস্তানের এক কোটি ৪০ লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে মাত্র ৭০ লাখ মানুষকে সহায়তা দিতে পারবে বলে ঘোষণা করেছে তারা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ডব্লিউএফপি’র জরুরি বিভাগের প্রধান পলিন এলফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, প্রতি দুটি পরিবারের মধ্যে সংস্থাটি কেবল একটি পরিবারকে খাদ্য করতে পারবে।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আরও জানিয়েছে, শীত মৌসুমে বেঁচে থাকার জন্য আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারের খাদ্য সহায়তার প্রয়োজন হবে।
ডব্লিউএফপি স্পষ্ট করে জানিয়েছে, এই প্রত্যন্ত অঞ্চলে দরিদ্রদের সহায়তার জন্য তারা কয়েক মাস আগেই কয়েকটি গ্রামে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ পাঠিয়েছে।
ডব্লিউএফপির মতে, এসব এলাকার কিছু পরিবারের পক্ষে সংস্থাটির দেওয়া খাদ্য সহায়তা ছাড়া শীতকালে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।
ডব্লিউএফপি পাকিস্তান-আফগানিস্তান উভয় দেশ এবং অংশীদার সংস্থাকে শীত মৌসুমে আফগানিস্তানের দরিদ্র লোকদের সহায়তা করার আহ্বান জানিয়েছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর ডব্লিউএফপির এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের প্রায় দেড় কোটি মানুষ জানে না তাদের পরবর্তী খাবার কোথা থেকে আসবে। সে সময় সংস্থাটি জোর দিয়েছিল যে, আগামী ছয় মাসের জন্য আফগানিস্তানে তাদের চলমান সহায়তার জন্য প্রায় ৭১৮ মিলিয়ন ডলার প্রয়োজন।
এর আগে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছিল, আফগানিস্তানের অন্তত ২ কোটি ৩০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
এসবি