Logo

আন্তর্জাতিক

সিরিয়ায় দ্বিতীয় দফায় মানবিক সাহায্য পাঠাল কাতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৯

সিরিয়ায় দ্বিতীয় দফায় মানবিক সাহায্য পাঠাল কাতার

ছবি : সংগৃহীত

সিরিয়ায় দ্বিতীয় দফায় মানবিক সাহায্য পাঠিয়েছে কাতার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিরিয়ার রাজধানী দামেস্কে সহায়তার ফ্লাইট পৌঁছেছে বলে ঘোষণা করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিমানটি সিরিয়ায় ৩১ টন খাদ্য এবং দুটি অ্যাম্বুলেন্স পৌঁছে দিয়েছে। এটি কাতার থেকে সিরিয়ায় পাঠানো সাহায্যের দ্বিতীয় চালান।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়েছে যে, দোহা সিরিয়ার জনগণের প্রতি তার মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, কাতার সিরিয়াকে সক্রিয়ভাবে সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম এবং সাম্প্রতিক মানবিক ও অর্থনৈতিক সংকটের সময় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।

এদিকে এ ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন সিরিয়ার সংকটময় পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু এবং মানবিক সাহায্যের প্রয়োজন। 

খাদ্য এবং চিকিৎসা সরবরাহের পাশাপাশি অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে কাতার। যা সিরিয়ায় স্বাস্থ্য সেবা অবকাঠামো এবং জরুরি সেবা প্রদান করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর