গাজায় তীব্র বিমান হামলায় ২ দিনে নিহত ১৩৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৬
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলা বেড়েছে। দুই দিনের তীব্র বিমান হামলায় ১৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবারে ৬১ ও বৃহস্পতিবার ৭৭ জনের মৃত্যুর হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবারের হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনীর গত ১৫ মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৭১৯ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৮ হাজার ৫৮৩ জন।
এই ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে জিম্মিদের মুক্ত করতে বিমান হামলার বাড়িছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে হামাসের উপর নতুন করে চাপ দিতে চায় কর্তৃত্ববাদী দেশটি।
যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার কোনো সফলতা ছাড়াই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে মধ্যস্থতার চেষ্টা করছে। হামাস জানিয়েছে, তখনই তারা চুক্তি মেনে নেবে ও জিম্মিদের মুক্তি দেবে যখন ইসরাইল যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেবে। আর ইসরায়েল বলছে, হামাস ধ্বংস হলেই তারা যুদ্ধ বন্ধ করতে রাজি হবে।
হামাস জানিয়েছে, তারা পূর্ণ যুদ্ধবিরতি চায় এই শর্তে যে গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনী সম্পর্ণরূপে প্রত্যাহার করা হবে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েল গত আট মাসে প্রায় ২৭টি হাসপাতাল ও ১২টি চিকিৎসা কেন্দ্রে ১৩৬টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।
আর জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্কও বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক উদ্দেশে গাজার হাসপাতাল ব্যবহার করছে বলে ইসরায়েল যে অভিযোগ জানিয়েছে, তার পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি।
ওএফ