ছবি : সংগৃহীত
আগামী সপ্তাহে নিউ অরলিন্স সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি নববর্ষ বরণের অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, ঐ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে প্রেসিডেন্ট বাইডেন সেখানে যাবেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে অনুযায়ী, হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৬ জানুয়ারি) প্রেসিডেন্ট ও তার পত্নী জিল ‘বর্ষবরণের অনুষ্ঠনে মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে কথা বলবেন।’
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকারীদের ওপর সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়।
খ্রিস্টান ধর্মাবলম্বী মার্কিন ঐ সেনা কর্মকর্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম রাখেন শামসুদ্দিন জব্বার। তিনি ইসলামিক জঙ্গি গোষ্টি আইএস-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলার সময় আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে গুলি বিনিময়ে জব্বারও মারা যান।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা, এফবিআই-এর তদন্তে প্রমাণিত হয়েছে জব্বার একাই এই হামলা চালিয়েছে। তার সঙ্গে অন্য কোনো সহযোগী ছিল না।
এছাড়া, জব্বার অরলিন্স শহরে দুটি বোমাও পুঁতে রেখেছিলেন, যদিও বোমাগুলো বিস্ফোরিত হয়নি।
এসবি