Logo
Logo

আন্তর্জাতিক

নিউ অরলিন্স সফরে যাচ্ছেন বাইডেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৮

নিউ অরলিন্স সফরে যাচ্ছেন বাইডেন

ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে নিউ অরলিন্স সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি নববর্ষ বরণের অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউস জানিয়েছে, ঐ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে প্রেসিডেন্ট বাইডেন সেখানে যাবেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে অনুযায়ী, হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৬ জানুয়ারি) প্রেসিডেন্ট ও তার পত্নী জিল ‘বর্ষবরণের অনুষ্ঠনে মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে কথা বলবেন।’ 

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকারীদের ওপর সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়। 

খ্রিস্টান ধর্মাবলম্বী মার্কিন ঐ সেনা কর্মকর্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম রাখেন শামসুদ্দিন জব্বার। তিনি ইসলামিক জঙ্গি গোষ্টি আইএস-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলার সময় আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে গুলি বিনিময়ে জব্বারও মারা যান। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা, এফবিআই-এর তদন্তে প্রমাণিত হয়েছে জব্বার একাই এই হামলা চালিয়েছে। তার সঙ্গে অন্য কোনো সহযোগী ছিল না। 

এছাড়া, জব্বার অরলিন্স শহরে দুটি বোমাও পুঁতে রেখেছিলেন, যদিও বোমাগুলো বিস্ফোরিত হয়নি।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর