Logo
Logo

আন্তর্জাতিক

মেঘের ওপর হাঁটছেন ‘মানুষ’, ক্যামেরায় ধরা পড়ল আজব দৃশ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:০৮

মেঘের ওপর হাঁটছেন ‘মানুষ’, ক্যামেরায় ধরা পড়ল আজব দৃশ্য

ছবি : সংগৃহীত

পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যা ব্যাখ্যা করা সহজ নয়। ভূত থেকে এলিয়েন এই সব রহস্যের প্রতি মানুষের কৌতূহল চিরন্তন। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখও কপালে উঠবে। 

মায়রা মোরে নামের এক মহিলা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওটি একটি বিমানের ভেতর থেকে তোলা হয়েছে। বিমানটি মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, আর জানালা দিয়ে একজন যাত্রী আশপাশের দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন।  

ভিডিওতে দেখা যায়, ঘন মেঘের ওপর দুটি মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। বিমান যত এগোতে থাকে, দেখা যায় সেই সংখ্যা বাড়ছে। প্রথমে দুটি অবয়ব দেখা গেলেও পরে সংখ্যাটা তিন বা তার বেশি হয়ে যায়। আরও অবাক করা বিষয় হলো, মেঘের ওপর সেই অবয়বগুলোর ছায়া পড়ছে!  

এই ভিডিও দেখার পর অনেকে ধারণা করছেন, এটি হয়তো এলিয়েনের উপস্থিতির প্রমাণ হতে পারে। কেউ কেউ এই ভিডিওকে ভুয়ো বলে দাবি করেছেন, আবার অনেকেই বিশ্বাস করছেন এটি প্রমাণ করে যে, পৃথিবীর বাইরে বা আমাদের জানার বাইরেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে।  

বিজ্ঞানীরা এই ধরনের ঘটনার জন্য সাধারণত প্রাকৃতিক কারণ বা দৃষ্টিভ্রমকেই দায়ী করে থাকেন। তাদের মতে, সূর্যের আলো, বিমানের অবস্থান এবং মেঘের গঠনের কারণে এমন দৃশ্য তৈরি হতে পারে। একে ব্রোকেন স্পেক্টর নামের একটি বিরল আবহাওয়াজনিত ঘটনার ফল হিসেবেও ব্যাখ্যা করা হয়। 

সূত্র : নিউজ ১৮

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর