Logo
Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ইতালির প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৩৬

ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ইতালির প্রধানমন্ত্রী

ক্ষমতা লাভের আগেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে ছুটে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের সঙ্গে তার এই সাক্ষাৎ এমন এক সময়ে হতে চলেছে যখন ইতালির এই প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্নে মুখে পড়েছেন।

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোরিডা যাচ্ছেন যেখানে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন।

উভয় নেতার এই বৈঠকটি নিশ্চিত হলে তা হবে এমন এক সময়ে যখন নিয়মিত সাংবাদিকতা ভিসার অধীনে কাজ করার সময় গত ১৯ ডিসেম্বর ইরানে ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে গ্রেপ্তারের পর পররাষ্ট্রনীতি নিয়ে পরীক্ষার সম্মুখীন হচ্ছেন মেলোনি। 

রয়টার্স বলছে, ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করার অভিযোগে মার্কিন পরোয়ানায় মিলানের মালপেনসা বিমানবন্দরে ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনকে গ্রেপ্তার করার তিন দিন পর সালাকে আটক করা হয়েছে। ওয়াশিংটন বলেছে, ২০২৩ সালের হামলায় জর্ডানে তিন মার্কিন সেনা হত্যার ঘটনায় ড্রোনের যন্ত্রাংশ সরবরাহে দায়ী এই ইরানি ব্যবসায়ী। যদিও ইরান সেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ‘আমরা এমন বৈঠক নিয়ে আলোচনা করি না যা হতেও পারে বা নাও হতে পারে। তবে এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যে যুক্তরাষ্ট্রের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব নেতারা তার সাথে যোগাযোগ করেছেন।’ 

প্রধানমন্ত্রী মেলোনির কার্যালয় অবশ্য ট্রাম্পের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেনি। যদিও অনির্দিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি ট্রাম্পের সাথে দেখা করার পরিকল্পনা করছেন। 

এর আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদিনিকে আটকের বিষয়ে ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে ইতালিতে আটকের পর আবেদিনিকে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনা করার সময় তাকে গৃহবন্দি রাখা হবে কিনা তা এই মাসের শেষের দিকে একটি আদালতের সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। 

এসবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর