পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:১৯
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানের তুরবাত শহরে শনিবার (৪ জানুয়ারি) এক বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) সদস্য। এ ঘটনায় আর শিশুসহ ৩৫ জন আহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ডন ও ভয়েস অব আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাণঘাতী আক্রমণটি ঘটে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে। এই ঘটনার শিকার অধিকাংশ হচ্ছেন আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের সদস্য। এই বাহিনী পাকিস্তানের সীমান্ত সুরক্ষা ও বিদ্রোহীদের দমনে অভিযান চালায় এই বাহিনী।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র রাবিয়া তারিক সংবাদমাধ্যম ডনকে এই হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বিবরণী ও সেখানকার ফুটেজে দেখা গেছে, একটি গাড়িবহর ওই শহর অতিক্রম করার সময়ে এই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক একটি গাড়িতে আগুন ধরে যায়।
ওই এলাকার একজন পুলিশ সদস্য রোশান বালুচ ফোনে ভয়েস অফ আমেরিকাকে বলেন, রাস্তার পাশে দাঁড় করানো একটি গাড়ির ভেতরে বিস্ফোরক ছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাতে বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালুচ লিবারেশান আর্মি নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই আক্রমণের দায় স্বীকার করে। তারা জানায়, তাদের আত্মঘাতী একজন এই হামলার নেতৃত্ব দিয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে এই দাবি নিশ্চিত করা যায়নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বোমা হামলার নিন্দা জানিয়েছেন। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তানে প্রতিনিয়তই সরকারি বাহিনী ও সংস্থা আক্রমণের শিকার হয়। এসব হামলার পেছনে বালুচ লিবারেশান আর্মি ও অন্যান্য বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাত রয়েছে।
এদিকে পৃথক আরেক ঘটনায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তবর্তী কুররাম জেলায় সরকারি গাড়িবহরে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ওই জেলার ডেপুটি কমিশনারও রয়েছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সম্প্রতি জঙ্গি হামলা বৃদ্ধি পেয়েছে। এই হামলায় ১ হাজার ৬০০ সামরিক ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
এসবি/ওএফ