ঘন কুয়াশায় দিল্লিতে ফ্লাইট বিপর্যয়, ট্রেনেও বিঘ্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:১১
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় গত তিন দিন ধরে ঘন কুয়াশার কারণে বিমান ও ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে দিল্লির বিভিন্ন অঞ্চলের অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০টিরও বেশি বিমান চলাচলে বিঘ্নতা দেখা দিয়েছে। এর মধ্যে ৮টি ফ্লাইট বাতিল ও ১৫টির গতিপথ পরিবর্তন করতে হয়েছে।
রোববার সকালে ঘন কুয়াশার কারণে দিল্লিজুড়ে দৃষ্টিসীমা কমে যাওয়ার সতর্কতা জারি করেছে দিল্লির আবহাওয়া অধিদপ্তর।
দেশটির ট্রেন চলাচলও বেশ খারাপ অবস্থায় রয়েছে। ৫০টিরও বেশি ট্রেন গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা দেরিতে চলাচল করছে। যার ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেনের অবস্থা যাচাই করে রওনা দেওয়ার পরামর্শ দিয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘন কুয়াশা আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে।
শনিবার (৪ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টার জন্য দিল্লির দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছিল। যা চলতি মৌসুমের কুয়াশার রেকর্ড। এছাড়া, শহরের প্রধান আবহাওয়া স্টেশন সফদরজংয়ে আট ঘণ্টা শূন্য দৃশ্যসীমা রেকর্ড করা হয়েছে।
এদিকে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। রোববার দিল্লির বায়ুদূষণের একিউআই মান ৩৭৭-এ পৌঁছেছে। এ সময় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
এসবি/ওএফ