গ্লোব অ্যান্ড মেইল
পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬
ছবি : রয়টার্স
বহুদিন ধরেই কানাডার রাজনৈতিক মঞ্চে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যেই এবার সুর উঠল, পদত্যাগ করতে চলেছেন কানাডার অন্যতম এই প্রধানমন্ত্রী।
বেশকিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রোববার (৫ জানুয়ারি) রয়টার্স জানায়, ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে, দ্য গ্লোব অ্যান্ড মেইল তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।’
সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলেছে, বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ককাস বৈঠকের আগেই ট্রুডো পদত্যাগের ঘোষণা দেবেন বলে তারা আশাবাদী।
এদিকে, এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়।
এটিআর/