Logo

আন্তর্জাতিক

ভারতে এইচএমপিভি ভাইরাসে ২ শিশু আক্রান্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯

ভারতে এইচএমপিভি ভাইরাসে ২ শিশু আক্রান্ত

ভারতে এই প্রথম এইচএমপিভি ভাইরাসে ২ শিশু আক্রান্ত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে এইচএমপিভির সংক্রমণ। 

এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) ভাইরাস। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচএমপিভি ভাইরাস ধরা পড়ে। পরে সেটি জাপানে শনাক্ত করা হয়। এরপর মালয়েশিয়া এর সংক্রমণ ধরা পড়ে। তবে এটি ভাইরাসের চীনা রূপই কিনা, তা এখনও নিশ্চিত নয়। এ ছাড়া ওই দুই শিশুর কারও অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রথমে আট মাস বয়সী এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাসের পাওয়া যায়। পরে তিন মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়।

তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এদিকে, তিন মাস বয়সী শিশুকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আট মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। 

পর পর দুটি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর