Logo

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে গোহত্যার অভিযোগে গণপিটুনিতে যুবক খুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৭

উত্তরপ্রদেশে গোহত্যার অভিযোগে গণপিটুনিতে যুবক খুন

উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে গোহত্যার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ২৯-৩০ ডিসেম্বরের মধ্যবর্তী রাতের। 

বিবিসি বাংলার এক প্রতিবেদন এ খবর প্রকাশ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃতের নাম শাহেদিন। এ ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা রয়েছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা মোহিত চৌধুরী বলেন, ‘শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসেছিল। মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে।’

প্রতিবেদনে আরও বলা হয়, পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেপ্তার করে।

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর