Logo
Logo

আন্তর্জাতিক

বন্দিদের ফেরত না দিলে হামাসের উপর দোজখ নেমে আসবে : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:৫১

বন্দিদের ফেরত না দিলে হামাসের উপর দোজখ নেমে আসবে : ট্রাম্প

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এক বছরেরও বেশি সময় আগে ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাদের বন্দি করে নিয়ে গেছে, তাদের মুক্তি দেওয়ার জন্য কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এ কথা জানান তিনি।

এসময় তিনি জোর দিয়ে বলেন, হামাস ইসরায়েলের বন্দিদের ফেরত না দিলে তাদের উপর দোজখ নেমে আসবে।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর এই ফিলিস্তিনি গোষ্ঠীর বিস্ময়কর হামলা নৃশংস সংঘাতের জন্ম দেয়। যার ফলে ওই অঞ্চলে হিংস্রতার আগুন ছড়িয়ে পড়েছে। এর ফলে সেখানে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে তারা ফিরে না এলে, মধ্যপ্রাচ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তা হামাসের জন্য এবং সত্যি বলতে কারোর জন্য ভাল হবে না।’

তিনি রাশিয়ার নেতার সঙ্গে ইউক্রেন বিষয়ে বৈঠক করতে তার আগ্রহের কথা জানান। ইউক্রেনের সংঘাত সমাপ্তির ব্যাপারে আবারও তার সংকল্প ব্যক্ত করেন। তবে ট্রাম্প অবশ্য জানাননি কীভাবে তিনি সেটা করবেন।

ন্যাটোতে ইউক্রেনের যোগদানের অনুমতির বিষয়ে তিনি বলেন, ‘ইউক্রেনকে এই নিরাপত্তা জোটে অন্তর্ভুক্ত করা হবে না।’

তিনি কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপোর হুমকি দেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়া উচিত উল্লেখ করে বলেন, ‘আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখতে যাচ্ছি।’

তার এ মন্তব্যের বিষয়ে জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক থেসালিয়া মেরিভাকি বলেন, ট্রাম্প কৌশল হিসেবে এক ধরনের আগ্রাসী শব্দ ব্যবহার করে থাকেন।

তিনি বলেন, মনোযোগ আকর্ষণ ও আগ্রহ সৃষ্টি করার জন্য এবং মিডিয়ায় খবর হওয়ার জন্য এ ধরনের বিতর্কিত ধারণা ও অবস্থান গ্রহণ করার রেকর্ড আছে ট্রাম্পের।

এসবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর