Logo
Logo

আন্তর্জাতিক

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন, পানামা খাল দেওয়া ছিল বড় ভুল : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন, পানামা খাল দেওয়া ছিল বড় ভুল : ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, পানামা খাল পানামাকে দিয়ে দেওয়া একটা মস্ত বড় ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এ কথা জানান তিনি। তবে ট্রাম্প বলেননি কীভাবে যুক্তরাষ্ট্র গ্রীনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

বুধবার (৮ জানুয়ারি) এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ গ্রহণ করার তার ক্রমবর্ধমান ইচ্ছাকে চরিতার্থ করতে তিনি সামরিক বা অর্থনৈতিক জোর খাটাবেন না এমন প্রতিশ্রুতি ট্রাম্প দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এর কোনটার সম্পর্কেই আমি আপনাদের কোন রকম আশ্বাস দিতে পারি না।’

এসময় ট্রাম্প উল্লেখ করেন, তদানীন্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে প্রায় চার দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ওই বিখ্যাত খালটির নিয়ন্ত্রণ পানামাকে দিয়েছিল। কিন্তু পানামা সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘পানামা খাল পানামাকে দিয়ে দেওয়া একটা মস্ত বড় ভুল ছিল। সেটা একটা মারাত্মক ব্যাপার ছিল। আর আমার মনে হয় সে জন্যই জিমি কার্টার নির্বাচনে হেরে গিয়েছিলেন।’ 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কার্টারকে তিনি একজন মানুষ হিসেবে পছন্দ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ওয়াশিংটনে কার্টারের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই অনুষ্ঠানে কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেবেন। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর