এরদোগান ও ট্রাম্প । ছবি : সংগৃহীত
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে বন্ধু আখ্যায়িত করলেন নবনির্মাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এরদোগান আমার বন্ধু এবং তার প্রতি আমার সম্মান রয়েছে। আর আমি বিশ্বাস করি- তিনিও আমাকে সম্মান করবেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র এজেন্ডা বিষয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প এই বন্ধুত্বের দাবি করেন।
একই সঙ্গে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ সম্মেলনে তিনি সিরিয়ার পরিস্থিতি এবং এ অঞ্চলে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে পররাষ্ট্রনীতির মূল বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্পর্কে বলেন, তিনি আমার বন্ধু এবং তার প্রতি আমার সম্মান রয়েছে। আর আমি বিশ্বাস করি- তিনিও আমাকে সম্মান করবেন।
এছাড়া তিনি প্রধান শক্তি হিসেবে তুরস্কের আঞ্চলিক ভূমিকা ও এরদোগানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে স্বাগত জানান। তিনি বলেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি উল্লেখযোগ্যহারে হ্রাস করেন। তবে দেশটিতে এখনো দুই হাজার মার্কিন সেনা রয়েছে। সেসব সেনাদের প্রত্যাহার করা হবে কিনা- জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাবেন না। কারণ এটি একটি সামরিক কৌশলের অংশ।
সূত্র : ইয়েনি শাফাক আল আরাবিয়া
বিএইচ