Logo
Logo

আন্তর্জাতিক

ইরানের জেল থেকে ইতালির সাংবাদিকের মুক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৮

ইরানের জেল থেকে ইতালির সাংবাদিকের মুক্তি

ছবি : সংগৃহীত

ইরানের জেল থেকে মুক্তি পেয়েছেন ইতালির সাংবাদিক সিসিলিয়া সালা। এর আগে গত ডিসেম্বর মাসে সিসিলিয়াকে ইরানে গ্রেপ্তার করা হয়। তাকে তেহরানের বিতর্কিত এভিন জেলে রাখা হয়েছিল। বুধবার (৮ জানুয়ারি) মুক্তি পাওয়ার পরই সিসিলিয়া দেশে ফিরে গেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলে থাকাকালীন বাড়ির সঙ্গে ফোনে কথা হয়েছে সিসিলিয়ার। তিনি জানিয়েছিলেন, কোনো গদি ছাড়াই তাকে মেঝেতে শুতে হচ্ছে। তীব্র একটি আলো সারাক্ষণ গারদের ভিতর জ্বলতে থাকে। ঘুমানোর সময়েও তা বন্ধ করা হয় না। 

তিন সপ্তাহ ইরানের কারাগারে আটক থাকার পর সালা মুক্তি পেলেন। ইতালির দৈনিক ইল ফোলিওর সাংবাদিক সালা বলেন, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আটক হওয়ার পর তেহরানের এভিন কারাগারে বন্দি করা হয়েছিল তাকে। 

বুধবার মেলোনির কার্যালয় থেকে বলা হয়, ‘সাংবাদিক সিসিলিয়া সালাকে নিয়ে তেহরান থেকে কয়েক মিনিট আগে রওনা দিয়েছে উড়োজাহাজ।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মুখপাত্র জানিয়েছেন, ইরানের কারাগার থেকে ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালা মুক্তি পেয়েছেন। উড়োজাহাজে করে দেশে ফিরছেন তিনি। 

সালা মুক্তি পাওয়ায় কূটনৈতিক কর্মকর্তা এবং গোয়েন্দাদেরকে ধন্যবাদ জানিয়েছে ইতালি সরকার। 

সংবাদমাধ্যম সিএনএন লিখেছে, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা বুধবার সকালে এক ফোনালাপে সালার মা-বাবাকে তার মুক্তির খবর জানিয়েছেন। 

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা গত মাসে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছিল, 'সালাকে ইরানের আইন লঙ্ঘন করার কারণে গ্রেপ্তার করা হয়।' 

তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাকে আটকের বেশ কয়েকদিন পরে বলেছিলেন, ‘আমরা এখনও অভিযোগের বিষয়ে জানি না।’

পডকাস্ট কোম্পানি কোরা মিডিয়ার জন্যও কাজ করেন ইতালির সাংবাদিক সিসিলিয়া সালা। গতবছর ১২ ডিসেম্বর বৈধ সাংবাদিক ভিসা নিয়ে রোম থেকে তিনি ইরানে গিয়েছিলেন। সেখানে কয়েকটি সাক্ষাৎকার নেন তিনি। পরে সেগুলো দিয়ে তিনি তার ‘স্টোরিজ’ পডকাস্টের তিনটি পর্ব তৈরি করেছিলেন। 

২০ ডিসেম্বর সিসিলিয়ার রোমে ফেরার কথা ছিল। কিন্তু ১৯ ডিসেম্বর কয়েকটি বার্তা বিনিময় করার পর তার ফোন সাইলেন্ট হয়ে যায়। 

সালা গ্রেপ্তার হওয়ার ঠিক তিনদিন আগে ইতালিতে আটক করা হয়েছিল ইরানের ব্যবসায়ী মোহাম্মাদ আবেদিনিকে। তারই পরিপ্রেক্ষিতে সালাকে ইরান গ্রেপ্তার করে বলে অভিযোগ করা হয়েছে। 

ইতালির সংবাদমাধ্যমের অভিযোগ, আবেদিনি ড্রোনের অংশ বিক্রি করছিলেন। যা কিছুদিন আগে জর্ডানে একটি হামলায় ব্যবহৃত ড্রোনের অংশের সঙ্গে মিলে যায়। আবেদিনি ওই হামলার সাথে যুক্ত, এই সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। 

আবেদিনি এখন মিলান জেলে বন্দি বলে জানা গেছে। এদিকে, ইতালির সরকার এই গোটা ঘটনাকে কূটনৈতিক জয় বলে দাবি করেছে। তাদের বক্তব্য, ইরানের সঙ্গে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পরেই সালাকে মুক্তি দিয়েছে তেহরান। 

প্রসঙ্গত, ইরান বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সবচেয়ে বেশি দমনপীড়ন চালানো দেশগুলোর অন্যতম। বিশেষ করে ২০২২ সালে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে গণমাধ্যমের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর