Logo
Logo

আন্তর্জাতিক

আফগানিস্তান ভ্রমণ এড়িয়ে চলার জন্য নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬

আফগানিস্তান ভ্রমণ এড়িয়ে চলার জন্য নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

প্রাণঘাতী ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। এতে আফগানিস্তানসহ ২০টি দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জানুয়ারি) মার্কিন কনস্যুলার বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা শেয়ার করে আমেরিকান নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে। বিশেষত ‘লেভেল ৪’ হিসেবে চিহ্নিত দেশগুলোতে ভ্রমণে সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আফগানিস্তানসহ চারটি দেশ লেভেল ৪ এর আওতাভুক্ত। যা সর্বোচ্চ সতর্কতা স্তর, কারণ সেখানে ‘প্রাণঘাতী ঝুঁকির মাত্রা বেশি।’

এ সতর্কতা ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, মালি, রাশিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও প্রযোজ্য।

সম্প্রতি কানাডা সরকারও 'নিরাপত্তা পরিস্থিতি ও অস্থিতিশীলতার' কারণে তাদের নাগরিকদের আফগানিস্তান ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে। 

এর আগে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ 'নিরাপত্তাজনিত কারণে' আফগানিস্তানে একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছিল।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর