লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল
৫ জনের মৃত্যু, লাখো মানুষ ঘর ছেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৪১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্যালিসেডস, ইটন, হার্স্ট এবং উডলি শহরে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে।
ইটন এলাকায় প্রায় ১০ হাজার ৬শ একর জমি পুড়ে যাচ্ছে। হার্স্টে ৭শ একর এলাকা জ্বলছে। দাবানলের কারণে প্যালিসেডস থেকে ৩৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। আর ইটন থেকে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।
প্যালিসেডসে গত ৭ জানুয়ারি দাবানল শুরু হয় এবং এখন পর্যন্ত অন্তত ১৬শ একর এলাকা পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল।
দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করলেও পানির সংকটে ভুগছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। হলিউড হিলসের রানিয়ন ক্যানিয়নেও দাবানল ছড়িয়ে পড়েছে। এক ঘণ্টার মধ্যে ২০ একর জায়গায় আগুন ছড়িয়ে গেছে।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগের প্রধান অ্যান্থনি মেরন জানান, দাবানলে এখন পর্যন্ত পাঁচ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। তবে এখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
এমএইচএস