চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৫:২৫
ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রীয় শেষকৃত্যের পরে মরদেহ তার নিজ রাজ্য (হোম স্টেট) জর্জিয়াতে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে তার স্ত্রী রোজালিন কার্টারের পাশে একটি পারিবারিক কবরে সমাহিত করা হয়েছে তাকে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, তার মৃত্যুতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দেশটির ৩৯ তম প্রেসিডেন্টের রাষ্ট্রীয় শেষকৃত্যে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে দেশের শীর্ষ কর্মকর্তারা জড়ো হন।
তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রাক্তন প্রেসিডেন্ট। কার্টার প্রায়ই ওয়াশিংটন প্রশাসনের রাজনৈতিক আনুষ্ঠানিকতার সমালোচনা করতেন। তার জীবিত পাঁচজন প্রেসিডেন্সিয়াল উত্তরসূরি- বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তার শেষকৃত্যে অংশ নেন। অনুষ্ঠানে বাইডেন একটি শোকবার্তা পাঠ করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে ১০০ বছর বয়সে মারা যান কার্টার। এরপর মঙ্গলবার থেকে ইউএস ক্যাপিটালে পতাকা মোড়ানো কফিনে চিরনিদ্রায় শায়িত ছিলেন তিনি। তার স্ত্রী রোজালিন কার্টার ২০২৩ সালের শেষ দিকে মারা যান।
এসবি