Logo

আন্তর্জাতিক

হিন্দি জাতীয় ভাষা না : বিতর্ক উসকে দিলেন অশ্বিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৩২

হিন্দি জাতীয় ভাষা না : বিতর্ক উসকে দিলেন অশ্বিন

ছবি : সংগৃহীত

হিন্দি ভারতের জাতীয় ভাষা নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তামিলনাড়ুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়, একটি সরকারী ভাষা।’ 

ভারতের তামিলনাড়ুতে হিন্দি ভাষার ব্যবহার বরাবরই একটি সংবেদনশীল বিষয়। সেখানে অশ্বিনের এ মন্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এ ক্রিকেটার। তার এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্ব এবং তার ভক্তদের স্তম্ভিত করেছে। এরই মধ্যে হিন্দি ভাষা নিয়ে তার এ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে তামিলনাড়ুর সেই কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে অশ্বিন প্রশ্ন করেন, যারা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা ইংরেজি বা তামিল ভাষায় স্বচ্ছন্দ না হলে হিন্দিতে প্রশ্ন করতে ইচ্ছুক কিনা। এতে অনুষ্ঠানের দর্শকরা নীরব হয়ে যান। এরপর অশ্বিন তামিল ভাষায় জানান, ‘আমি ভেবেছিলাম আমার এই কথাটা বলা উচিত। হিন্দি আমাদের জাতীয় ভাষা নয়, এটি একটি সরকারী ভাষা।’

অশ্বিন এমন সময়ে এই মন্তব্য করলেন যখন বেশ কিছু বিরোধী দল, বিশেষ করে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে, অভিযোগ তুলেছে যে, কেন্দ্রীয় সরকার দক্ষিণের রাজ্যগুলোতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের প্রসঙ্গও টানেন অশ্বিন। এ সম্পর্কে এক কূটনৈতিক জবাব দেন অভিজ্ঞ এই অফ স্পিনার। তিনি বলেন, ‘যখন কেউ বলে আমি কোন কাজ করতে পারব না, তখন আমি সেই কাজে সফল হওয়ার চেষ্টা করি। কিন্তু যদি কেউ বলে আমি কাজটি করতে পারব, তখন আমি আগ্রহ হারিয়ে ফেলি।’

সূত্র : এনডিটিভি।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর