Logo

আন্তর্জাতিক

নেট দুনিয়ায় ভাইরাল ‘কম্বল রুটি’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

নেট দুনিয়ায় ভাইরাল ‘কম্বল রুটি’

ছবি : সংগৃহীত

প্রায়শই নেট দুনিয়ায় ভাইরাল হয় বিভিন্ন ধরনের খাবারের ভিডিও। অল্প সময়েই সেসব ভিডিও ঝড় তোলে ইন্টারনেটে। নারকেলের ডিম থেকে শুরু করে তরমুজের পপকর্ন, ভাইরাল খাবারের তালিকাটি প্রায় অন্তহীন! এবার এ তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি খাবার। সম্প্রতি নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে ‘কম্বল রুটি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল এ ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সিলিন্ডার আকৃতির কড়াইয়ে একটি বড় গোলাকার রুটি তৈরি করছেন। প্রায় ১২ ফুট লম্বা বিশালাকার এই রুটি তৈরিতে কোন ধরনের বেলন ব্যবহার করা হয়নি। হাত দিয়ে চাপ দিয়ে এ রুটি তৈরি করা হয়।

ভাইরাল এই ভিডিও-এর ক্যাপশনে লেখা ছিল, 'বিশ্বের সবচেয়ে বড় রুটি, ১২ ফুট লম্বা।’ ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এটি ১২ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে। সেই সাথে এই বিশাল রুটি তৈরির পদ্ধতি নিয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, ‘রুটি যখন তার (যিনি রুটি তৈরি করছেন) হাত, মুখ, পা, আর চুল স্পর্শ করে, তখন সেটা আরও 'সুস্বাদু' হয়ে যায়।’

আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘খাবারটি হাতের পাশাপাশি পায়েও তৈরি!’

এছাড়া, একজন নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘গুগলও হয়তো প্রতি রুটির ক্যালোরি গোনার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।’

আরেকজন এই রুটিকে ‘টরটিলা কম্বল’ বলে মজা করে লিখেছেন, ‘আমার রেস্তোরাঁর অর্ডার : হ্যালো ওয়েটার, একটি রুটি এবং ১০ প্লেট তরকারি প্লিজ।’

আবার অনেকেই লিখেছেন, ‘এটি একটি কম্বল রুটি।’

সূত্র : এনডিটিভি।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর